২০২২-র জন্য নির্বাচনী পরিসংখ্যান

এখন যেহেতু ২০২২ সালের নির্বাচন হয়ে গেছে, আমরা আনন্দের সঙ্গে আমাদের ভোট পড়ার পরিসংখ্যান আপনাদের জানাচ্ছি!

২০২২ সালে আমাদের মোট ভোটার সংখ্যা ছিল ১১,৬৪৩। তাঁদের মধ্যে, ৪,৫৭৪ জন ভোটার ব্যালট দাখিল করেছেন, যা সম্ভাব্য ভোটারদের ৩৯.৩%।

আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আগের বছরের ২০.৫% ভোটদানের তুলনায় বেশি ভোট পড়েছে।

আমরা ব্যালট দাখিলের সংখ্যাতেও বৃদ্ধি/হ্রাস লক্ষ্য করেছি, ২,৩০৫ থেকে ৪,৫৭৪, যা ৯৮.৪% বেশি Read More

২০২২ সালের OTW-র নির্বাচনী ফলাফল

নির্বাচনী সমিতি আমাদের সকল প্রার্থীকে এই বছরের নির্বাচনে তাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতে চায়। এই সঙ্গে, আমরা আনন্দের সাথে ২০২২ সালের নির্বাচনের ফল ঘোষণা করছি।

নিম্নলিখিত প্রার্থীরা (বর্ণানুক্রমে সাজানো) পরিচালক মণ্ডলী-তে আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছেন:

  • হিথার ম্যাকগুয়ের
  • নাটালিয়া গ্রুবের

আগেই জানানো হয়েছে যে, পরিচালক সমিতি দুঃখের সঙ্গে ঘোষণা করছে যে ২০২১ সালে নির্বাচিত পরিচালক ই. আনা সেগদি ২০২২ সালের নির্বাচনের আগে পরিচালক সমিতি থেকে অবসর নিয়েছেন। ই. আনা সেগদির পরিষেবার জন্যে আমরা কৃতজ্ঞ এবং তার কাজের জন্যে আমরা তাকে ধন্যবাদ জানাই।

শূন্য আসনটির জন্য নির্বাচনে তৃতীয় স্থানে থাকা প্রার্থী মিশেল স্রডার নির্বাচিত হয়েছেন, ই. আনা সেগদির পরিচালক হিসাবে সক্রিয় থাকার বাকি সময়ের (২ বছর) দায়িত্ব নিতে। এটি পরিচালক সমিতিকে পরবর্তী নির্বাচন অবধি সম্পূর্ণ থাকতে সাহায্য করবে।

পরিচালক মন্ডলী আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ১লা অক্টোবর শুরু করবে। আমরা পরিচালক মণ্ডলীর নতুন সদস্যদের তাঁদের কার্যকালের জন্য শুভেচ্ছা জানাই।

নির্বাচনী মরসুম শেষ হল। খবর প্রচার করে, প্রার্থীদের প্রশ্ন করে, এবং, অবশ্যই, ভোটদান করে, যাঁরা সবাই এতে জড়িত হয়েছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ! আমরা আবার পরের বছর আপনাদের সাথে দেখা করার জন্য উদগ্রীব রইলাম।


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

২০২২-এর OTW পরিচালন পর্ষদ নির্বাচন শুরু!

নির্বাচন শুরু হয়েছে!

সমস্ত OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) সদস্যরা যারা জুলাই ১লা জুলাই, ২০২১ এবং জুন ৩০শে জুন, ২০২২ এর মধ্যে যোগদান করেছেন, তাদের ইতিমধ্যে ব্যালট পেয়ে যাওয়া উচিত। যদি আপনি তা না পেয়ে থাকেন, তাহলে দয়া করে প্রথমে স্প্যাম ফোল্ডারে খুঁজে দেখুন, তারপরও না পেলে আমাদেরযোগাযোগ ফর্ম দ্বারা আমাদের সাথে যোগাযোগ করুন। অনুগ্রহ করে খেয়াল রাখবেন যে আপনার অনুদানের রসিদ মার্কিন পূর্বের সময় অনুযায়ী হবে, সুতরাং আপনার অনুদানের তারিখটি যদি ৩০শে জুন, ২০২২-এ ১৯:৫৯ এর পরে বলে রসিদে দেওয়া হয়ে থাকে, তবে আপনি ভোট দেওয়ার যোগ্য বলে বিবচিত হবেন না। আপনার অনুদান সময়সীমার আগে দেওয়া হয়েছিল কিনা তা সম্পর্কে আপনি যদি অনিশ্চিত হন তবে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ ফর্মটি ব্যবহার করে এবং “Is my membership current/Am I eligible to vote?” (আমার সদস্যপদটি কি বর্তমান / আমি ভোট দেওয়ার যোগ্য?) নির্বাচন করে আমাদের উন্নয়ন ও সদস্যপদ কমিটির সাথে যোগাযোগ করুন।

নির্বাচনটি ১৫ই আগস্ট ২০২২, ২৩:৫৯ UTC পর্যন্ত চলবে; এই আঞ্চলিক সময় পরিবর্তকে দেখে নিন আপনার জন্য সেটা কোন সময়।

ভোট দেওয়া হয়ে গেলে আপনি চাইলে টুইটারে গিয়ে হ্যাশট্যাগ #OTWE2022 ব্যবহার করে অন্য ভোটারদের সঙ্গে দেখা বা কথা বলতে পারেন। আমরা আপনাদের থেকে শুনতে ইচ্ছুক !


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

OTW সদস্যরা – ভোট নির্দেশিকার জন্য নিজের ইমেল দেখুন

এই মুহুর্তে, সমস্ত ভোট দেওয়ার যোগ্য OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র সদস্যদের 2022 সালের জন্য ভোটদান নির্দেশাবলী লিঙ্ক করা ইমেল পেয়ে যাওয়া উচিত। ইমেলের বিষয় “Voting Instructions for Organization for Transformative Works (OTW) Board Election” (রূপান্তরাত্মক কর্মের সংস্থা(OTW)-র পরিচালক নির্বাচন) ছিল। দয়া করে মনে রাখবেন যারা এই ইমেলটি পাননি তারা এই বছরের ভোটার তালিকায় নেই এবং ব্যালট পাবেন না।

ভোটিং নির্দেশিকার ইমেলে ব্যালটের একটি পরীক্ষা সংস্করণের(টেস্ট ভার্সন) লিঙ্ক রয়েছে। পাতাটি এবং প্রার্থী তালিকা সঠিকভাবে দৃশ্যমান কিনা নিশ্চিত করতে সেই লিঙ্কটি ক্লিক করুন। যদি না হয় তবে আপনি ajax.googleapis.com, bootstrapcdn.com, এবং / অথবা opavote.com থেকে জাভাস্ক্রিপ্ট ব্লক করে রেখেছেন কিনা দেখে নিন। Read More

২০২২ সালের OTW নির্বাচনের জন্য প্রার্থীপদ ঘোষণা

প্রার্থীপদ ঘোষণা

Organisation for Transformative Works (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) যে ২০২২ সালের নির্বাচনের জন্য নিম্নোক্ত প্রার্থীদের (বর্ণনানুক্রমিকভাবে সাজানো) নাম আনন্দ সহকারে ঘোষণা করছে:

  • হ্যেথার এম
  • মিশেল এস
  • নাট্যালিয়া জি
  • নুইমি বি
  • টিফানি জি

এবছর, প্রার্থীরা পরিচালন সমিতিতে নিযুক্ত বা নির্বাচিত না হলে, তাদের সম্পূর্ণ নাম জনসমক্ষে প্রকাশ করা হবে না।

এ. আন্যা সেগ্যেডি ব্যক্তিগত কারণের জন্য পরিচালন সমিতি থেকে সরে আসছেন, তাই এবছরের নির্বাচনে ৩-টি আসন থাকবে, যার মধ্যে একটির সময়সীমা থাকবে শুধু দুবছরের জন্য। যেই প্রার্থী তৃতীয় স্থানাধিকারী হবেন তিনি এই আসনটির অধিকারী হবেন। আমরা আন্যার সেবাকর্মের প্রতি কৃতজ্ঞ এবং তাঁর কাজ ও নিষ্ঠার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি।

আমাদের যেহেতু পদ সংখ্যা ৩ এবং প্রার্থী সংখ্যা ৫, ২০২২ সালের নির্বাচন লড়া হবে – মানে, OTW-র সদস্যরা কোন প্রার্থীরা পদ পাবেন তা ঠিক করতে ভোট দেবেন। Read More