২০২২-এর OTW পরিচালন পর্ষদ নির্বাচন শুরু!

নির্বাচন শুরু হয়েছে!

সমস্ত OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) সদস্যরা যারা জুলাই ১লা জুলাই, ২০২১ এবং জুন ৩০শে জুন, ২০২২ এর মধ্যে যোগদান করেছেন, তাদের ইতিমধ্যে ব্যালট পেয়ে যাওয়া উচিত। যদি আপনি তা না পেয়ে থাকেন, তাহলে দয়া করে প্রথমে স্প্যাম ফোল্ডারে খুঁজে দেখুন, তারপরও না পেলে আমাদেরযোগাযোগ ফর্ম দ্বারা আমাদের সাথে যোগাযোগ করুন। অনুগ্রহ করে খেয়াল রাখবেন যে আপনার অনুদানের রসিদ মার্কিন পূর্বের সময় অনুযায়ী হবে, সুতরাং আপনার অনুদানের তারিখটি যদি ৩০শে জুন, ২০২২-এ ১৯:৫৯ এর পরে বলে রসিদে দেওয়া হয়ে থাকে, তবে আপনি ভোট দেওয়ার যোগ্য বলে বিবচিত হবেন না। আপনার অনুদান সময়সীমার আগে দেওয়া হয়েছিল কিনা তা সম্পর্কে আপনি যদি অনিশ্চিত হন তবে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ ফর্মটি ব্যবহার করে এবং “Is my membership current/Am I eligible to vote?” (আমার সদস্যপদটি কি বর্তমান / আমি ভোট দেওয়ার যোগ্য?) নির্বাচন করে আমাদের উন্নয়ন ও সদস্যপদ কমিটির সাথে যোগাযোগ করুন।

নির্বাচনটি ১৫ই আগস্ট ২০২২, ২৩:৫৯ UTC পর্যন্ত চলবে; এই আঞ্চলিক সময় পরিবর্তকে দেখে নিন আপনার জন্য সেটা কোন সময়।

ভোট দেওয়া হয়ে গেলে আপনি চাইলে টুইটারে গিয়ে হ্যাশট্যাগ #OTWE2022 ব্যবহার করে অন্য ভোটারদের সঙ্গে দেখা বা কথা বলতে পারেন। আমরা আপনাদের থেকে শুনতে ইচ্ছুক !


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।