রেবেকা সেন্টান্স-এর পরিলেখ এবং প্ল্যাটফর্ম

পরিলেখ

রেবেকা সেন্টান্স: রেবেকা সেন্টান্স ভক্তদুনিয়াতে পনেরো বছরের কাছাকাছি আছেন। তিনি কুইজিলাতে শুরু করেন। সেখানে তিনি ইয়ু-জি-ওহ্‌!, ইনুয়াশা, ইয়ু ইয়ু হাকুশো এবং ড্রাগনবল্‌ জেড এর মতো ভক্তদুনিয়াতে দ্বিতীয়-পুরুষে লেখা ভক্তগল্প পড়তেন। অবশ্য, তাঁর প্রথম ভক্তকর্ম একটা এনিড্‌ ব্লাইটন ভক্তগল্প ছিল, পাঁচ বছর বয়সে লেখা – অনলাইনে এরকম কাজ প্রকাশ করা ও পড়ার মানুষের বড় বড় গোষ্ঠী থাকবে এমন স্বপ্ন দেখারও অনেককাল আগে।

তিনি ২০১১ সালে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) আবিস্কার করেন। প্রায় সাথে সাথেই তার পিছনের সংস্থাটি ও সংশ্লিষ্ট নানাবিধ প্রকল্প সম্বন্ধে শিখতে শুরু করেন। এটা তাঁকে ভক্ত ইতিহাস এবং ভক্ত অধ্যয়ন নিয়ে পড়াশোনা শুরু করতে অনুপ্রাণিত করে, এবং সব রকমের ভক্তকর্ম সংরক্ষণ এবং রক্ষা করার মূল্য বুঝতে সাহায্য করে। তিনি OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)এর অংশ হতে উদ্গ্রীব ছিলেন, কিন্তু তিনি ২০১৫ সালের মাঝামাঝির আগে কোনো খোলা নিয়োগ সভায় বসতে পারেন নি। তাঁর স্নাতকোত্তর পড়াশোনা শেষ করার কিছুদিন পরেই তিনি AO3 ডকুমেন্টেশন কর্মীর জন্য একটি বিজ্ঞাপন দেখেন- যা শব্দ নিয়ে সবরকম কাজ করতে ভালবাসা মানুষের জন্য একদম সঠিক।

তিনি পরে রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি এবং ফ্যানলোর সমিতিতে জায়গা করে নেন, আর এখন এই অসাধারণ গোষ্ঠীভুক্ত ভক্তদের মধ্যে তার সময়ের বেশ অনেকটাই কাটে। যখন তিনি OTW’র জন্য স্বেচ্ছাসেবা করছেন না, তাকে মারভেল ভক্তদুনিয়া’র বিভিন্ন অংশে ডুবে থাকা এবং নিজের লেখা শেষ করতে টালবাহানা করতে দেখা যায়।

প্ল্যাটফর্ম

১. আপনি পরিচালন সমিতির নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কেন?

OTW’র জন্য স্বেচ্ছাসেবা করা গত বেশ কয়েক বছর ধরে ভক্ত হিসাবে আমার জীবনযাপনের একটা বড় অংশ। আমি OTW, এবং তার ভাবধারা আর তা সংগঠিত করে যে মানুষগুলো, তাদের ভালবাসি। তারা ভক্তদুনিয়ার ভালোর জন্য একটা প্রবল পরাক্রমী শক্তি হিসেবে সে কাজ চালিয়ে যাক তা চাই। সেইজন্যই আমি OTWতে এত বছর ধরে এত সময় দিয়ে খেটেছি এবং সেইজন্যই আমি বোর্ডে নির্বাচিত হওয়ার জন্য লড়ছি। OTWকে তার লক্ষ্যে স্থির রাখতে, আমাদের স্বচ্ছ এবং দ্বায়িত্বশীল রাখতে, এবং আমাদের স্বেচ্ছাসেবক আর সদস্যদের সমস্যার সমাধান করতে বোর্ড একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। আমি যেখানে যতটা সাহায্য করতে পারি ততটা করতে উদ্‌গ্রীব।

আমি গত কয়েক বছর ধরেই বোর্ডের নির্বাচনে দাড়ানোর কথা ভাবছিলাম। এই বছরেই প্রথম বুঝতে পারি যে আমি আমার সেরাটা দিতে পারব। যদিও বোর্ডে কাজ করতে একদম তৈরি থাকা বা দরকারী সমস্ত অভিজ্ঞতা থাকা বলে কিছু হয় না, আমি আত্মবিশ্বাসী যে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে যাতে আমি বোর্ডে অনেক কিছুই দিতে পারব এবং অনেক দক্ষতা নিয়ে আসব।

আমি এটাও বুঝি যে প্রতিজ্ঞাবদ্ধ এবং উৎসাহী প্রার্থীদের নির্বাচনে লড়ার গুরুত্ব কতটা। একমাত্র তাহলেই আমরা OTW’র পরিচালক মণ্ডলীতে কাজ করার জন্য সেরা মানুষগুলোকে পাব। আমি জানি যে নিজেকে নির্বাচনে প্রার্থীপদে দাঁড় করিয়ে আমি এ বিষয়ে সাহায্য করতে পারব, সুতরাং আমি সেটাই করছি।

২.পরিচালন সমিতিতে আপনি কি কি বিষয়ে দক্ষতা এবং/বা অভিজ্ঞতা নিয়ে আসবেন?

অনলাইন ভক্তদুনিয়ায় দেড় দশক এবং স্বেচ্ছাসেবক হিসেবে প্রায় চার বছর কাটানোর পর, আমি যে কোনো ধরনের ভক্তিকর্মের জন্যই সীমাহীন উৎসাহ নিয়ে আসতে পারি। তার সাথেই আমি OTW’র ভক্ত-স্বার্থ রক্ষার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে নিজেকে উৎসর্গ করব। ￰ফ্যানলোরের সহ-অধ্যক্ষ এবং ফ্যানলোর উইকির আগ্রহী সম্পাদক হিসেবে কাজ আমাকে আমাদের ইতিহাস এবং অনুষঙ্গ বুঝিয়েছে। ভক্তদুনিয়ার দৃষ্টিভঙ্গি (বিশেষত OTW’র কাজ সম্বন্ধে দৃষ্টিভঙ্গি) কতটা আলাদা হতে পারে সে বিষয়ে জ্ঞানলাভ করেছি। আমার ভক্তদের বিভিন্ন সমস্যার সমাধান করা আর সেই বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গির মিলন ঘটানোর অভিজ্ঞতা আছে। আমার মনে হয় এই গুণগুলো একজন OTW বোর্ড পরিচালকের থাকা উচিত।

আমি তিন বছরের বেশি সময় ধরে একজন অধ্যক্ষ হিসেবে কাজ করেছি, এবং একসময়ে দুটো সমিতির অধ্যক্ষ হিসেবে কাজ করেছি। সমিতির কাজের একটা বৃহত্তর ছবি দেখার এবং রোজকার কাজের সাথে দীর্ঘ সময়ের পরিকল্পনার সামঞ্জস্য রাখার মূল্যবান অভ্যাস আমাকে অধ্যক্ষ থাকার অভিজ্ঞতা দিয়েছে। বোর্ডে নির্বাচিত হলে এই গুণগুলো প্রয়োজন বলে আমার মনে হয়। সমিতিগুলোর নিজেদের মধ্যে সম্পর্ক এবং একসাথে কাজ করা নিয়েও শিক্ষা আমি অধ্যক্ষ হওয়ার থেকে পেয়েছি। এটাও, আমার মনে হয়, বোর্ডের কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা আমায় সময়ের সঠিক ব্যবহার, আর প্রয়োজনে প্রতিনিধি নিয়োগ করা এবং অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে শিখিয়েছে।

AO3 ডকুমেন্টেশন এর কর্মী হিসেবে কাজ আমার নথি তৈরীর দক্ষতা বাড়িয়ে দিয়েছে। তা আমি বোর্ড এর নিয়মকানুন আর কাজ লিখে রাখতে ব্যবহার করতে চাই। কোনো কিছু বোঝাতে সঠিকভাবে কথা বলে সাহায্য করতে পারা আমার একটা ক্ষমতা–তা সমিতিদের মাঝে কোনো বার্তাই হোক, বা কোনো দলিলই হোক বা কোনো কিছু বোঝানোর জন্য করা প্রকাশনা। আমি একটি দলের মধ্যে সমঝোতা রেখে ভালো কাজ করতে পারি। আমি আমার সেরা কাজ সাধারণত একটা দলের অংশ হিসেবেই করে থাকি।

৩.OTW এর কাজের মধ্যে একটি বা দুটি লক্ষ্য বাছুন যেগুলো আপনি গুরুত্বপূর্ণ মনে করেন এবং যা নিয়ে আপনি কাজ করতে ইচ্ছুক। আপনি এই লক্ষ্যগুলোকে কেন গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এবং আপনি কি করে অন্যদের সাথে কাজ করে এই লক্ষ্যগুলো পূর্ণ করবেন?

প্রথম যে সমস্যাটা নিয়ে আমার কাজ করতে প্রবল ইচ্ছা তা হল স্বেচ্ছাসেবকদের ক্লান্ত হয়ে ছেড়ে দেওয়া থামানো। দুটো সমিতির অধ্যক্ষ হিসেবে কাজ করে, এবং সত্যি বলতে, বেশ কয়েকবার, নিজেই কয়েকবার ক্লান্ত হয়ে ছেড়ে দেওয়ার পর্যায়ে এসে OTW ‘র কাজের সাথে চারপাশের জগতের কাজ এবং অন্যান্য ভক্তসংক্রান্ত কাজ একই সাথে চালিয়ে যাওয়া যে কতটা ঝক্কির তা আমি ভালই বুঝি। সেটা খুবই কঠিন হয়ে যেতে পারে, বিশেষ করে সেই মানুষগুলোর জন্য যারা OTW’র মধ্যে নিজেদের সমিতি বা প্রকল্পের মূল কাজগুলো করেন।

ক্লান্ত হয়ে ছেড়ে দেওয়ার ঠেকানোর কোনো একটা উপায় হয়না, কিন্তু অনেক পদক্ষেপ মিলিয়ে – যেমন নিয়মিত খবর নেওয়া, সমিতির সদস্যসংখ্যা বাড়ানো, আর গুরুত্বপূর্ণ পদ্ধতি লিখে রাখতে সাহায্য করা – তা কমাতে সাহায্য করতে পারে। আমি বোর্ডে নির্বাচিত হলে একরকম কিছু ব্যাবস্থাপনা বাস্তবায়িত করতে কাজ করব এবং সমিতিগুলোকেও নিজেদের মধ্যে কৌশল আদানপ্রদান করত উৎসাহিত করব। আমার অভিজ্ঞতা বলে যে এটা কাজের চাপের সঠিক বন্টন এবং কর্মীদের ক্লান্ত হয়ে ছেড়ে দেওয়া আটকাতে সাহায্যের আরেকটা উপায়।

দ্বিতীয়ত, আমি আমাদের বাড়ন্ত সদস্য-গোষ্ঠীর সাথে আমাদের যোগাযোগ বাড়ানো এবং ভক্তসংক্রান্ত ও অ-ভক্তসংক্রান্ত গোষ্ঠীগুলোর কাছে আরো বেশি করে পৌঁছে যাওয়া। OTW আরো বেশি করে আলোয় আসছে, আর AO3’র জন্য হুগো মনোনয়ন, আমাদের আইনি দলের অসাধারণ কাজ এবং আমাদের বিভিন্ন প্রকল্পের ভালো স্বাস্থ্যের জন্য দায়ী আমাদের সমস্ত স্বেচ্ছাসেবকদের প্রচন্ড পরিশ্রমের জন্য মানুষের মধ্যে আমাদের প্রকল্পগুলো সম্বন্ধে জ্ঞান বাড়ছে। ভক্ত এবং ভক্ত নন এমন মানুষদের আমাদের কাজের সঙ্গে যুক্ত করার আরো নতুন উপায় খোঁজা, আরো নতুন গোষ্ঠীর কাছে পৌঁছনো, এবং আমাদের লক্ষ্যের কথা বলা বোর্ডের সদস্য হিসেবে আমার পরিকল্পনা। এটা ইতিমধ্যেই ফ্যানলোরে আমার কাজের একটা বড় অংশ। সেখানে আমরা নিয়মিত প্রতিযোগিতা করি এবং উইকির সাথে নতুন সম্পাদকদের যুক্ত করার উপায় খুজি। আমি আমাদের যোগাযোগ বাড়াতে এবং শক্তিশালী করতে সেই অভিজ্ঞতা নিয়ে আসব এবং কাজে লাগাবো।

৪.OTW’র বিভিন্ন প্রকল্প সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কি? আপনি কিভাবে প্রাসঙ্গিক সমিতিগুলোর পাশে দাঁড়াবেন এবং তাদের আরো শক্তিশালী করে তোলার চেষ্টা করবেন? আপনার উত্তরে বিভিন্ন প্রকল্প অন্তর্ভু‌ক্ত করার চেষ্টা করুন; যদি কোনো প্রকল্পে আপনার বিশেষ অভিজ্ঞতা থাকে তাতে আপনি জোর দিতে পারেন।

আমি ভাগ্যবতী যে OTW’র স্বেচ্ছাসেবী হিসেবে আমার কাজের সময়ে আমি OTW’র বেশ কয়েকটা প্রকল্পে বিভিন্ন সমিতির সাথে কাজ করতে পেরে।

AO3 ডকুমেন্টেশনের কর্মী এবং একজন প্রাক্তন সহ-অধ্যক্ষ হিসেবে, আমি সহায়তা, সহজলভ্যতা, নকশা ও প্রযুক্তি (AD&T), এবং অনুবাদ সমিতিগুলোর খুব কাছ থেকে কাজ করেছি – প্রা.জি.প্র(FAQ)’র উত্তর তৈরি এবং সহায়তায় পাঠানো সমস্যার সর্বসেরা উত্তর দেওয়ার শিক্ষা-সম্বলিত নথি তৈরি আর ব্যবহারকারীদের প্রতিক্রিয়া সম্বন্ধে তাঁদের মতামতে ভরসা করার মতো কাজ; পদ্ধতি এবং সম্ভাব্য ত্রুটি নিয়ে প্রশ্ন (AD&T)’তে নিয়ে আসা; এবং সাহায্যের দলিলের ভাষা ঠিক করতে এবং দলিলে কৃত পরিবর্তন যতটা সম্ভব পরিস্কার করে প্রকাশ করা যায় তাই করা হয়েছে নিশ্চিত করতে অনুবাদের সাথে কাজ। আমি খোলা দরজা-র জন্য তৈরি শিক্ষা-সম্বলিত নথি পরীক্ষা করে দেখেছি, যা করে আমায় তারা যে বিপদে পড়া সংগ্রহশালাদের সংরক্ষণের মূল্যবান কাজটা করে সে সম্বন্ধে কিছু জ্ঞানলাভ হয়েছে। সেই কাজটার ফলাফল আমি ফ্যানলোরে লিখেও রেখেছি।

আমি বর্তমানে রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি-র স্বেচ্ছাসেবক এবং ভক্ত-সংক্রান্ত পড়াশোনায় খুবই আগ্রহী। আমি বিদ্বান নই কিন্তু অভিজ্ঞতা সুলভে ভক্ত বিদ্যা সংক্রান্ত সম্মেলনে গেছি এবং টুইটারে অনেক আলোচনাতেই নিজের মতামত জানিয়েছি। বর্তমানে ফ্যানলোরের সহ-অধ্যক্ষ হিসেবে, আমার উইকির অগ্রাধিকারের প্রয়োজন, ব্যাপ্তি, এবং তার সামনের সমস্যা সম্বন্ধে বেশ গভীর ধারণা আছে।

যে যে সমিতি এবং প্রকল্পের কাজ আমার জানা, সেগুলোর কাজ এবং নিজেদের মধ্যে যোগাযোগ সম্বন্ধে আমার বর্তমান জ্ঞান আমি বাড়াতে চাই যাতে বোর্ড সদস্য হিসেবে আমি তাদের কি সাহায্য করলে এবং তাদের সাথে ঠিক কিভাবে কাজ করলে সব থেকে ভাল হয় তা বুঝতে পারি। যে সমিতিগুলোর সাথে আমি কম সময় কাটিয়েছি, বোর্ডের থেকে তারা ঠিক কি চাইতে পারে তা শেখার লক্ষ্য নিয়ে, তাদের ইতিহাস এবং প্রাসঙ্গিকতা, এবং OTW’র মধ্যে অন্যান্য প্রকল্প এবং সমিতিগুলোর সাথে তাদের সম্পর্ক নিয়ে জানতে তাদের দিকে আমি খোলা মন নিয়ে এগিয়ে যেতে চাই ।

৫.OTWতে আপনার অন্যান্য ভূমিকা এবং পরিচালন সমিতির কাজের মধ্যে আপনি কিভাবে ভারসাম্য বজায় রাখবেন, অথবা শুধু পরিচালনা সমিতির কাজেই মনোনিবেশ করার জন্য OTWতে আপনার বর্তমান ভূমিকাগুলো আপনি কিভাবে হস্তান্তর করার পরিকল্পনা করছেন?

আমি কিছু সময় ধরেই OTW বোর্ডের প্রার্থী হওয়ার পরিকল্পনা করছি। সেইজন্যেই, গত এক বছর ধরে আমি আমার OTW‘তে কাজের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে এনেছি, এবং তার অংশ হসেবেই জানুয়ারি মাসে একটা সহ-অধ্যক্ষ পদ (AO3 ডকুমেন্টেশন-এর সাথে) থেকে সরে এসেছি। আমি বর্তমানে তিনটে সমিতিতে কাজ করছি: ফ্যানলোর, যেখানে আমি একজন সহ-অধ্যক্ষ, ডকুমেন্টাশন, যেখানে আমি একজন কর্মী, এবং রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি(TWC), যেখানে আমি একজন বিন্যাস সম্পাদক।

এই সবগুলোর মধ্যে, TWC’র সাথে আমার কাজটা সব থেকে কম সময় নেয়, কারণ তাতে বছরে দুই-তিন বার, নতুন সংখ্যা প্রকাশের আগে, অল্প সময় ধরে প্রচন্ড কাজ করতে হয়। AO3 ডকুমেন্টেশনেও আমার দলিল তৈরি এবং পরীক্ষা করার কাজ নিজের সময় অনুযায়ী করতে হয় এবং অন্যান্য কাজের আশেপাশে সহজেই ঢুকিয়ে নেওয়া যাবে। ফ্যানলোরের অধ্যক্ষ হিসেবে আমার কাজ সবচেয়ে বেশি সময় নেয়। তাতে প্রচুর দৈনন্দিন দেখাশোনার কাজ এবং সাপ্তাহিক সমিতির সভা থাকে। আমি একজন আসাধারণ সহ-অধ্যক্ষের সাথে এই দ্বায়িত্বগুলো ভাগ করে নি, যা কাজের ভার সামলাতে খুবই সহায়ক হয়। আমি বোর্ডের কাজ আর আমার অধ্যক্ষ হিসেবে কাজ একসাথে সামলাতে পারব এটা না বুঝলে কিছুতেই বোর্ডের নির্বাচনে প্রার্থী হতাম না।

অবশ্য, আমি যদি বুঝি যে বোর্ডের কাজ যতটা ভেবেছিলাম তারচেয়ে বেশি সময় দাবি করছে, বা অন্য কোনো ভাবে সব কিছু সামলানো মুশকিল হয়ে যাচ্ছে, তবে আমার সহ-অধ্যক্ষ এবং আমি কর্মভার কমানোর জন্য অন্য কিছু ব্যবস্থা করতেই পারি। সেটা সমিতিতে আরো সদস্য নিয়োগ হতে পারে বা একজন অতিরিক্ত সহ-অধ্যক্ষকে প্রশিক্ষণ দেওয়া হতে পারে – যাতে আমি বোর্ডের কাজকে অগ্রাধিকার দিয়ে যথাযথ মনোযোগ দিতে পারি।