নির্বাচন সময়তালিকা ২০২০

এটি ২০২০ সালের নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচী। নির্বাচনের কিছু অনুষ্ঠান, যেমন প্রার্থীদের প্রশ্নোত্তর পর্ব এবং লাইভ চ্যাট শুধুমাত্র ইংরাজিতে পাওয়া যাবে। আপনি যদি এগুলোর ব্যাপারে আরো তথ্য জানতে চান তাহলে দয়া করে এই পৃষ্ঠার বাম দিকে ভাষা তালিকায় গিয়ে “English” সিলেক্ট করে এই নির্বাচন সময়তালিকার ইংরেজি সংস্করণ পড়ুন।

১৯ জুন

  • প্রার্থী হওয়ার সময়সীমা রাত ১১:৫৯ ইউটিসি (ভারতীয় সময় পরের দিন সকাল ৫:৩০)। প্রার্থীদের এই সময়ের মধ্যে OTWএর (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) সদস্যও হয়ে যেতে হবে।
  • প্রার্থীদের পরিলেখ ও প্ল্যাটফর্ম নির্বাচন সমিতিকে রাত ১১:৫৯ ইউটিসিতে (ভারতীয় সময় পরের দিন সকাল ৫:৩০) জমা দিয়ে দিতে হবে। নিবেদনগুলি অনুবাদ করা হলে, শেষে জমা দেওয়া বিবৃতি সবার শেষে অনুবাদ করা হবে।

২১ জুন

  • প্রার্থীদের নাম প্রকাশ্যে ঘোষণা করা হবে এবং পরিলেখ ও প্ল্যাটফর্ম প্রকাশিত করা হবে।

৩০ জুন

  • আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার জন্য সদস্য হওয়ার নির্দিষ্ট সময়সীমা।
  • যে কেউ ১ জুলাই, ২০১৯ এবং ৩০ জুন, ২০২০ এর মধ্যে সদস্য হয়ে থাকলে, (উভয় তারিখগুলি অন্তভুর্ক্ত, ইউটিসি সময় মতে), তারা এই নির্বাচনে ভোট দিতে পারবে।

২৬ জুলাই

  • যোগ্য ভোটারদের ইমেইলের দ্বারা ভোটার নির্দেশাবলী পাঠানো হবে।

২ আগস্ট

  • আপনি যদি নির্বাচনের সময়ের জন্য ইমেল থেকে দূরে থাকেন তাহলে প্রতিনিধি দেওয়ার অনুরোধ নিয়ে নির্বাচন কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য এটা নির্দিষ্ট সময়সীমা।

১৪-১৭ আগস্ট

  • সোমবার সকাল ১২:০১ টার ইউটিসি থেকে রাত ১১:৫৯ টা ইউটিসি পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৮ আগস্ট

  • নির্বাচনের ফলাফল ঘোষণা।

২৫ আগস্ট

  • পুণর্গননার অনুরোধের জন্য সময়সীমা শেষ।

১লা অক্টোবর

  • বোর্ডের হস্তান্তর শুরু হবে।

পূর্ববর্তী বছরগুলির সময়তালিকা ইতিহাস পৃষ্ঠাতে পাওয়া যাবে।