টাইম লাডাও এর প্রার্থীপদ প্রত্যাহার

২৬ জুলাই থেকে, টাইম লাডাও ব্যক্তিগত কারণে ২০২০ সালের নির্বাচনের জন্য তার প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন।

নির্বাচন সমিতি টাইমকে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’য় তাদের ভবিষ্যতের সমস্ত কাজের জন্য শুভেচ্ছা জানায়।

এরই সাথে, টাইম তার প্রার্থীপদ প্রত্যাহার নিয়ে তার বক্তব্য পেশ করেছেন। সেটা এই প্রকাশনের ইংরাজি সংস্করণে পাওয়া যাবে। তা দেখতে পাশের মেনুটায়(সাইডবারে) “English” নির্বাচন করুন।


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।